× Warning! Check your Cooke | Total Visitor : 86831

রাজশাহী

Published :
08-11-2023
09:48:31pm

Total Reader: 70



রাজশাহীতে হাতির আক্রমণে নিহত দুই


রাজশাহী অফিস : রাজশাহীতে হাতির আক্রমণে দুই জন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃতরা হলেন তানোর উপজেলার জুমারপাড়া গ্রামের ললিত মুণ্ডার ছেলে রামপদ মুণ্ডা (৩৮) এবং নাচোল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বুলবুল হোসেনের শিশু সন্তান মোবাস্বির (১৩)। বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে পৃখক ঘটনায় তারা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন ও নাচোল থানার ওসি মিন্টু রহমান।

সূত্রমতে, নওগাঁ জেলার নিয়ামতপুরে সার্কাস শেষে ‍দুইটি হাতি নিয়ে রাস্তায় টাকা তুলে আগাচ্ছিলেন হাতি দুইটির স্বতাধিকারীরা। এসময় দুইটি হাতিই হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে। নওগাঁ হয়ে চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে জমিজমা নষ্ট করে এগোতে থাকে। দুপুরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের একটি আমবাগানে ঢুকে মোবাস্বিরের ওপর হাতি হামলা করলে সে আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নাচোলে একটি হাতিকে আটক করা হয়। অপর হাতিটি পালিয়ে যায়।

এদিকে ওই হাতিটি নাচোল এলাকা পার হয়ে পাশের উপজেলা তানোরে প্রবেশ করে। তানোর বাধাইর ইউনিয়নের ধামধুম গ্রামের একটি ফসলি জমিতে কাজ করছিলেন রামপদ মুণ্ডা। হাতিটি এসময় ওই জমিতে প্রবেশ করে রামপদকে পদদলিত করে। তাতে রামপদ নিহত হন।

তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, বন বিভাগের কর্মকর্তারা হাতিটিকে ধরতে কাজ করছে।#

এসংক্রান্ত আরো সংবাদ : দুর্ঘটনা




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
newsdailyrajshahi@gmail.com
call@ 01750142903